Thursday, November 19, 2009

জ্যামিতিক জীবনে [ কবিতা ]

জানালার পাশে,জ্যামিতিক দেড় ফুটের বারান্দায় বিষ্টির শব্দ নয়
হাইটেক যন্ত্রের মুখে শুনি বৃষ্টির গান 
ভালবাসি ভালবাসি ১৬০ অক্ষরে যতটা পারা যায় 


পাঠিয়ে দেই ফ্রি-তেই ,আধুনিক বৈদ্যুতিক কবুতরে ...
জ্যামিতিক বারান্দা দিয়েই আকাশ দেখিয়েছিলাম তোমায়,
আণ্ড্রোমিডার জন্ম,এমন কি মৃত্যুর ও গল্প দেখিয়েছিলাম 
২৪ ইঞ্চির বোকা বোকা বাক্সটিতে! 
তোমার গন্ধ গুলো ,দৃষ্টিগুলো রেকর্ড করে রেখেছি টেরাবাইটের হার্ডডিস্কে 
শূণ্য আর পূর্ণ দিয়ে,মাঝে মাঝে মুঠোফোনেও ভরে নেই 
'তুমি-শূন্য' হই না আর এখন। 
তুমি আমি নিরাপদ, গন্ধ প্লাস্টিকে 
বন্ধ দরজার ওপাশে ,এই জ্যামিতিক জীবনে । 

No comments: