Thursday, July 15, 2010

সঙবাদ অনুবাদ : All Animals are Equal but some animals are more equal than others


সাংসদদের বিরুদ্ধে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। পুলিশ কর্মকর্তাদের এ ধরনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, কাজ করতে গেলে যে কারোরই ভুল-ত্রুটি হতে পারে।
>>কত্ত বড় অবিচার! সাংসদদের বিরুদ্ধে মামলা?! ৫/১০ কোটি টাকার নির্বাচনী ব্যয় (সরকারী হিসেবে যদিও ৫ লক্ষ টাকা ) সুদে আসলে তোলার সময় কিছু ভুলচুক হতেই পারে! তাই বলে মামলা করতে হবে? এই দেশের মানুষ, এই দেশের পুলিশ এরা এত অবিবেচক! এক পুলিশ অফিসারকে না হয় এক সাংসদ চড় থাপ্পড়ই মেরেছে! একজন সাংসদ মুরুব্বি মানুষ, মুরুব্বি হিসেবে কি দুই একটা চড় থাপ্পড় মারার অধিকার নাই?! এভাবে দুম করে মামলা করতে হবে?!! তবে ভয়ের কারণ নাই পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে মামলা হলেও গত শনিবার পর্যন্ত তদন্তই শুরু হয়নি।

Monday, July 12, 2010

তোমাকে, অনিন্দিতা

অনিন্দিতা, আমি তোমাকে কীভাবে কথাটি বলব আমি বুঝতে পারছি না। তোমাকে যে কোন কথা বলার সময়ই আমি আটকে যাই। মনে পড়ে সেই
অসম্ভব সুন্দর নীল আকাশের সকালটিতে? ক্লাস ছিলো না সে দিন। আকাশের চেয়ে সুন্দর আর কী আছে আমি জানতাম না, অন্তত তোমাকে দেখার আগ পর্যন্ত! আকাশের নানা রঙ দেখে আমি আকাশের প্রেমে পড়তাম, প্রতিদিন। তোমাকে দেখার পরও এমনটিই ঘটল! প্রতিদিন তোমার প্রেমে পড়ি, প্রতিক্ষণ! তোমাকে কিছু বলার কথা চিন্তা করলেই এলোমেলো হয়ে যাই! এক কথা থেকে অন্য কথায় চলে যাই! বিয়ের ৩ মাস পরও বদলাই নি আমি এতটুকু।
এমনকি আজও না!

Wednesday, July 7, 2010

শেখ হামদু জিয়ার উপদেষ্টা পরিষদ

এই লেখার প্রতিটি চরিত্র, স্থান, নাম , প্রতিষ্ঠান , তথ্য-পরিসংখ্যান সব কিছুই কাল্পনিক/মন গড়া । বাস্তবের সাথে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র।


'অন্যরাজ্যে'র রাজা শেখ হামদু জিয়ার বেশ বড়সড় উপদেষ্টা পরিষদ আছে। 'অন্যরাজ্য' শাসন এর জন্য এই বুদ্ধিজীবী শ্রেণীর উপর রাজাকে নির্ভর করতে হয়। উপদেষ্টাদের মধ্যে নানা মতপার্থক্য আছে, নানা দল আছে। লাল,নীল,বেগুনী ...।

Monday, July 5, 2010

স্বপন পারের ডাক শুনেছি


মিরপুর ,কাফরুল , ধানমন্ডি , মোহাম্মদপুর,আজিমপুর,পরিবাগের কিছু বাসায় গত শুক্রবার ভোর একটু আগেই হয়েছিলো! খুব সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় পরে, ক্যামেরা/ব্যাগ গুছিয়ে তারা অপেক্ষা করছিলো কিছু তরুণ! নীলচে রঙের মাইক্রোবাসে করে তারা আজ যাবে কোথাও!
কোথায় বেড়াতে?
ছুটি কাটাতে?
বনভোজনে?