Thursday, November 19, 2009

সবাই নয় ,কেউ কেউ বাঙালি

তখন কলেজে পড়ি। ২০০৩ সাল । একদিন বাসে করে আসছিলাম । 
এক লোক সিগারেট খাচ্ছিলেন বাসের ভেতরেই । 
পাশের ভদ্রলোক বললেন "ভাই বাসে সিগারেট খাওয়া তো নিষেধ ।" 
তো সেই সিগারেটওয়ালা লোকটার জবাব ছিল "বাঙালি

এত ভদ্র হইয়া যায় নাই যে বাস এ সিগারেট খাওয়া যাইব না!" 
নিজের দোষ পুরো জাতির ঘাড়ে চাপানোর কি চমৎকার (!) উদাহরণ! 
প্রতি দিন অহরহ দেখছি এই সব , শুধু আমি একা না ,আমরা সকলেই ।

বাঙালি টাইম
এক পার্টিতে এক বন্ধুর দাওয়াত । তার প্রশ্ন "কিরে কখন আসতে হইব । ঠিক টাইমে নাকি বাঙালি টাইমে?!" 
তার মানে বাঙালি জাতি সময়ানুবর্তী না! 

এ দেশের কৃষকরা কোন সময়ে উঠে মাঠে যান? 
এ দেশের জেলেরা মাছ ধরতে যান কখন ??
এ দেশের অসংখ্য লোক প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন। তাঁরা কখন যান কাজে? 
এ দেশের লাখো গার্মেণ্টস কর্মী মেয়েরা তাদের কাজে যায় কখন? 
বাঙালি টাইমে? 

মীর জাফরের জাত 

আরে বাঙালি হইল মীর জাফরের জাত!!
মীর মদন,মোহন লাল,সিরাজ দৌলা এঁরা কি অবাঙালি ?! 
মুক্তিযুদ্ধে রাজাকার ছিল । ছিলেন মুক্তিযোদ্ধারা । 
ছিল সেই সব বাঙালি যাঁরা নিজের প্রাণের বিনিময়েও মুক্তিযোদ্ধাদের পরিচয় /তথ্য ফাঁস করেন নি । 
তাঁরা সবাই অবাঙালি । 
শুধু মীর জাফরই বাঙালি । 
শুধু রাজাকাররাই বাঙালি । 

দুর্নীতিবাজ জাতি 
দুর্নীতি বাঙালির জাতিগত সমস্যা !!! (কয় শত বার এই কথাটি শুনেছেন?)
কৃষক ,মজুর,জেলে ,সাধারণ খেটে খাওয়া মানুষ,প্রবাসী শ্রমিক...এঁরা দুর্নীতি করেন? 
নাকি এরাঁই মুষ্টিমেয় কয়েক জনের দুর্নীতির শিকার? 
তাঁরা দুর্নীতির শিকার হওয়া সত্ত্বেও , তাঁদেরকেই গালি শুনতে হয় । 

সব ক্ষেত্রেই এমন বহু উদাহরণ দেয়া যায় । 

বিশ্বে পরিবেশ পরিবর্তনের কুফলের ৮০ ভাগ পোহাতে হবে দরিদ্র ও উন্নয়নশীল দেশ গুলোকে । 
অথচ এই পরিবর্তনের জন্য ৭৫ ভাগের জন্যই দায়ী উন্নত বিশ্ব । 

শাহরিক পঙ্কিলতায় নিমজ্জিত মানুষগুলোর নোংরামির দায় ভার পড়ে ঐ সব খেটে খাওয়া ,হাজার বছর ধরে অপরিবর্তিত সাধারণ মানুষদের!তাদেরকেও শুনতে হয় বাঙালি নামের গালি



সবচেয়ে বড় সমস্যা 
আমাদের নতুন প্রজন্মের একাংশ ব্লগে/পত্রিকায়/এখানে সেখানে ...বাঙালি জাতি কে তুলে যা তা বলছে !! 
যে কোন সমস্যার কথা বললেই তারা সমস্যার কারণ হিসেবে বাঙালি জাতিসত্তাকে নিয়ে আসছে । 
তারা বাঙালির গৌরবময় অতীত নিয়ে কথা বলে না, স্বপ্নের কথা বলে না ,কাজ/চেষ্টার কথা বলে না ...
সব সমস্যাকে জাতিগত সমস্যা বলে উড়িয়ে দিতে চেষ্টা করে ।
এখন আমরা এমন পরিস্থিতিতে আছি নিজেদের বাঙালি বলতেই লজ্জা পাই! 
এই রকম মন মানসিকতা থাকলে যে আমরা আমাদের স্বপ্ন বাস্তব করতে পারব না তা বলার অপেক্ষা রাখে না । 
এই মন মানসিকতার কারণে আমরা সমস্যা গুলোর গভীরে যাই না ,কারণ বের করি না । 
সমাধান তো দূরের কথা ।
"আরে এই দেশের কিছু হইব না ! বাঙালি না! ! " 

আমাদের প্রজন্মের একাংশ এই রোগে আক্রান্ত । 
পুরো প্রজন্মই আক্রান্ত হবার আগেই আমাদের এই অভ্যাস ছাড়তে হবে ।
লেখায়,কথায় আর ও সাবধান হতে হবে । 

আমাদের এই কথাটা দৃঢ় ভাবে বিশ্বাস করতে হবে ,বলতে হবে ,লিখতে হবে 

দুর্নীতি ,অনিয়ম এ গুলো পুরো বাঙালির সমস্যা না মুষ্টিমেয় কয়েকজনের । 

আসুন নিজের জাতিকে উঁচু করে তুলে ধরি । 
নিজের জাতিকে নিয়ে আর বাজে কথা না বলি । 
অনেক সমস্যায় জর্জরিত এই গরিব দেশের মানুষদের স্বপ্ন দেখার স্বভাবটাকে আমরা যেন উপরে না ফেলি । 

1 comment:

Unknown said...

এই রোগ ছড়ানোর জন্য দায়ী আমাদের অতি নিগেটিভ মানসিকতার কিছু লোক আর সুবিধেবাদী মিডিয়া। গলা ফাটিয়ে চ্যাঁচ্যালেই সব দাবী সত্যি হয়ে যায় এমন মানসিকতা নিয়ে এরা হামলে পড়ে। আরো সমস্যা হলো যে বেটা সারাদিন মিথ্যে বলে বেড়ায় সেই ফাঁক তালে সুশিল হয়ে মানবতার পতাকা তুলে।

এদের সংখা কম, তবে এরা সংগঠিত।

ভালোরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বলেই একতার জোর আসে না।