Thursday, November 19, 2009

বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের উল্লেখযোগ্য ঘটনা (সায়েন্স ফিকশান প্রেমীদের অবশ্য পাঠ্য! )

তুমুল জনপ্রিয় সায়েন্স ফিকশান বাংলা সাহিত্যের একটি সমৃদ্ধ শাখা। বিজ্ঞান কল্প লেখক হিসেবে আমরা মুহম্মদ জাফর ইকবাল সহ খুব কম লেখক কে চিনলেও আমাদের এই শাখাটির শুরু কিন্তু অনেক আগের। প্রকাশকাল অনুসারে উল্লেখযোগ্য কল্পকাহিনী/লেখক/সাময়িকীর তথ্য নিচে দেয়া হল । 

১৮৭৯ জগদানন্দ রায় (শুক্র ভ্রমন) 
১৮৮২ হেমলাল দত্ত (রহস্য ) 
১৮৯৬ জগদীশ চন্দ্র বসু (নিরুদ্দেশের কাহিনী) [ পরবর্তীতে এর নাম হয়পলাতক তুফান]
১৯০৫ বেগম রোকেয়া ( সুলতানার স্বপ্ন) [প্রাথমিক পর্যায়ে ইংরেজিতে প্রকাশিত ] 
প্রেমেন্দ্র মিত্র (কুহকের দেশে)
হেমেন্দ্র কুমার রায় (মেঘদূতের মর্ত্যে আগমন,অমানুষিক মানুষ,কাচেঁর কফিন ) 
সুকুমার রায় (হেঁসোরাম হুঁসিয়ারের ডায়রি ) [ প্রথম হাস্য রসাত্নক সায়েন্স ফিকশান ]
ক্ষিতিন্দ্র নারায়ণ (আকাশের গল্প, ধূমকেতু )

বাংলা কল্প বিজ্ঞানে নতুন মোড়। 
১৯৬১ সত্যজিৎ রায় (ব্যোমযাত্রীর ডায়েরী) [সন্দেশ পত্রিকায় প্রকাশিত, প্রফেসর শঙ্কুকে নিয়ে লেখা প্রথম গল্প ]



অদ্রিশ বর্ধন [বাংলা ভাষায় প্রথম কল্পবিজ্ঞান সাময়িকী আশ্চর্য এর সম্পাদক ]
মলয় রায় চৌধুরি
১৯৭৩ হুমায়ূন আহমেদ (তোমাদের জন্য ভালোবাসা) [ বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ এবং সার্থক সায়েন্স ফিকশান।] 
১৯৭৬ মুহম্মদ জাফর ইকবাল (কপোট্রনিক সুখ দুঃখ) [নকলের অভিযোগ উঠেছিল প্রথম গল্পটি প্রকাশ হবার পর। এর পর একই ধারায় আরো কিছু নতুন গল্প লিখে প্রকাশ করেন এই বইটি । ]




১৯৭৭ মুহম্মদ জাফর ইকবাল (মহাকাশে মহাত্রাস )
১৯৮৩ শীর্ষেন্দু মুখোপাধ্যায় (ভূতূড়ে ঘড়ি )
১৯৮৮ মুহম্মদ জাফর ইকবাল (ক্রুগো )
১৯৯৫ সুনীল গঙ্গোপাধ্যায় (আকাশ দস্যু)
১৯৯৭ আহসান হাবীব (কল্পবিজ্ঞান সাময়িকী ‘মৌলিক’ )


উল্লেখযোগ্য কল্পবিজ্ঞান লেখক
বাংলাদেশ : 
আলী ইমাম
কাজী আনোয়ার হোসেন
কাজী শাহনুর হোসেন (ছোটমামা সিরিজ )
অনিরুদ্ধ আলম
জুবায়দা গুলশান আরা হেনা
আমিরুল ইসলাম

পশ্চিম বঙ্গ : 
প্রেমেন্দ্র মিত্র
সৈয়দ মুস্তফা সিরাজ
অনীশ দেব
সমরজিত কর
লীলা মজুমদার
কিন্নর রায়
সমরেশ মজুমদার

উল্লেখযোগ্য ঘটনা :
ষাটের দশকে সত্যজিত লিখেছিলেন মি. এলিয়েন । সেই গল্পের কেন্দ্রীয় চরিত্র মি. অ্যাং । সেই গল্পের পাণ্ডুলিপি পাঠিয়ে দিয়েছিলেন স্টিভেন¯স্পিলবার্গের কাছে।¯স্পিলবার্গ সেই মি. অ্যাং চরিত্রের আদলে তৈরি করলেন কালজয়ী সায়েন্স ফিকশন চলচ্চিত্র 'ইটি'। এ নিয়ে এখনো অনেক বিতর্ক চলে ।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর পাতাল ঘরের রহস্য নিয়ে নির্মিতপাতালঘর মুভিটি ২০০৩ সালে নির্মিত হয় । (সম্ভবত বাংলা কল্পবিজ্ঞান অবলম্বনে নির্মিত প্রথম মুভি )

ভবিষ্যতে বিভিন্ন লেখকের লেখা রিভিউ করার ইচ্ছে রাখি।


ইণ্টারেস্টিং পিডিএফ 
তথ্য সূত্র ১
তথ্য সূত্র ২ 
তথ্য সূত্র ৩
তথ্য সূত্র ৪ 

1 comment:

Adideb Mukhopadhyay said...

প্রথম সার্থক সায়েন্স ফিকশান হুমায়ুন আহমেদ হতেই পারে না। ঘনাদা বা প্রফেসর শঙ্কুর অনেক গল্প ১৯৭৩-এর আগে থাকতে লেখা হয়ে গ্যাছে। ওগুলো 'সার্থক' না হলে ছুটতে হবে আর কি!