Sunday, April 25, 2010

মুভিতা ১ : অ্যাকশন মুভিতে নারীরা

জেমস বন্ড ,জেসন বর্ন, ইথান হান্ট (মিশন ইম্পসিবল),নিও (ম্যাট্রিক্স), ইণ্ডিয়ানা জোন্স ...বিশাল লিস্ট!এ ছাড়া বাডি ফিল্মগুলো ধরলে (সাংহাই সিরিজ, রাশ আওয়ার,ব্যাড বয়েজ... )নন্দিত, জনপ্রিয়, ব্যবসা সফল প্রচুর পুরুষ অ্যাকশন চরিত্র আছে । অন্যদিকে নারী অ্যাকশন চরিত্রগুলোর কথা বলি ...পরীক্ষার হলের মত অবস্থা হয়, কিছুই মনে পড়ে না ।

Tuesday, April 13, 2010

জ্যোতির্ময় রিভিউ

আমার গার্লফ্রেণ্ড জ্যোতি ও লেখা লেখি করে । ওর লেখার হাত ভাল কি খারাপ সেটা আমি জানি না! কারণ ওর লেখা আমার পক্ষে পড়া সম্ভব না! ভাবছেন খারাপ বলে কিনা? নাহ! ওর লেখা সম্ভবত ভাল। কিন্তু ও লেখে ইংরেজিতে । আমার ইংরেজি দুর্বল বলে আমি ওর লেখা পড়তে পারি না । ওর লেখা সম্ভবত ভাল এই কারণে বললাম যে ওর লেখায় প্রচুর কমেণ্ট থাকে। দুর্বোধ্য লেখা, দুর্বোধ্য কমেন্ট! (আমি অবশ্য কমেণ্ট ও বুঝি না!) এমন আজাইরা লেখাও মানুষ পড়ে! 

Thursday, April 1, 2010

স্বপ্নের সাথে হাঁটা, স্বপ্নের জন্য হাঁটা

হাঁটাহাঁটি আমার সেই রকম প্রিয় ।
হাঁটতে হাঁটতেই স্বপ্নের সাথে হাঁটা স্বপ্নের জন্য হাঁটা,কথাটা পেয়েছিলাম ,(হায়রে চন্দ্রবিন্দু! এত জালায়! লিখতে অনেক কষ্ট হয়, চন্দ্রবিন্দু না থাকলে ভূতরা আত্মহত্যা করত হয়তবা কিন্তু আমাগো তো ব্রাট সুবিধা হইত! শফিক রেহমান তো খুশিতে একখান লাল গোলাপ নিয়া... ) ।