Wednesday, February 9, 2011

৫ বছরের অবশ শিশু মারুফ এবং অবশ আমার বাংলাদেশ


মারুফ ৫ বছরের শিশু, সারাক্ষণ অস্থির করে রাখত বৃদ্ধ নানা নানীকে। এখন অবশ অবস্থায় পড়ে আছে! খেলার সময় একটি নির্মাণাধীন ভবন থেকে তার মাথায় ইট পড়ে। সেখানে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হয়। সে এখন, না নাড়াতে পারে শরীর, না বলতে পারে কথা!