Wednesday, October 20, 2010

ইউনিভার্সিটি জীবনের শেষ দূর্গাপূজা,২০১০

গত শনিবার আমরা ১০ বন্ধু বের হয়েছিলাম মন্ডপ দেখতে। আমি ,শম্পা,সামিরা,প্লাবন,পারসিয়া,অন্বিকা,সিহাম,শিমন,ফাহাদ এবং মুনিয়া ...শেষ বর্ষের শেষ টার্মের শেষ পূজা! 
ঢাকেশ্বরী মন্দির থেকে জগন্নাথ হল, সেখান থেকে শাঁখারী বাজার, সবশেষে নিরবে লাঞ্চ করে অসাধারণ বর্ণাঢ্য দিনের সমাপ্তি!
আমাদের ফটোওয়াকে প্রায় সবাইই ধুমায়া ফটোগ্রাফি করছে। ফাহাদের ঢাঊস DSLR ছিলো, আমাদের বাকিদের পয়েন্ট এন্ড শ্যুট!


শম্পা যার নতুন নাম হইছে অমরেশ পুরী, পারসিয়া যাকে ডাকি পার্সার নামে! শিমন দ্যা ভচ, মুনিয়া AI আফা... সবারই কিছু না কিছু নাম ছিলো! সব দেয়া যাবে না! এতে মাইর খাইতে হবে আমাকে :| মেয়েরা সেই রকম কেনাকাটা করছে! সামিরার তো নামই হয়ে গেলো shopaholic!
আর কথা না বাড়িয়ে চলুন ছবি দেখি!


ঢাকেশ্বরী মন্দির


ঢাকেশ্বরী মন্দির এ তোলা


শাঁখারী বাজার


ঢাকেশ্বরী মন্দির এর তোরণ


শাঁখারী বাজার


শাঁখারী বাজার


ভক্তি! এত চমৎকার লাগে, ধার্মিকদের দেখতে! কী শান্ত, কতটা পবিত্র!

undefined
ভক্তি! এত চমৎকার লাগে, ধার্মিকদের দেখতে! কী শান্ত, কতটা পবিত্র!

undefined
শাঁখারী বাজারের ঐতিহ্যবাহী বানর!


স্বামী বিবেকানন্দ। আমার খুব শ্রদ্ধার একজন মানুষ।



ইউনিভার্সিটি জীবন শেষ হয়ে যাচ্ছে :( ভাবতেই খারাপ লাগছে :(

সবাইকে আবারও পূজার শুভেচ্ছা।

5 comments:

Unknown said...

নাইস ছবি!

সাঝবাতির রুপকথা said...

ছবি সুন্দর হইচে...

ভাঙ্গা পেন্সিল said...

ডিএসএলআর এর ছবি দেখতে চাই

Anonymous said...

valo laglo

আবদুল্লাহ আল মাহবুব said...

কতদিন এভাবে পূজা দেখি না :(