Wednesday, February 9, 2011

৫ বছরের অবশ শিশু মারুফ এবং অবশ আমার বাংলাদেশ


মারুফ ৫ বছরের শিশু, সারাক্ষণ অস্থির করে রাখত বৃদ্ধ নানা নানীকে। এখন অবশ অবস্থায় পড়ে আছে! খেলার সময় একটি নির্মাণাধীন ভবন থেকে তার মাথায় ইট পড়ে। সেখানে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হয়। সে এখন, না নাড়াতে পারে শরীর, না বলতে পারে কথা! 




গত ২৪ জানুয়ারির খবর "ডিএমপির রামপুরা থানাধীন পূর্ব রামপুরা এলাকায় সোমবার সকালে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।"

(নিহত শিশুটির নাম তাওহীদ। নিচে তাওহীদের মায়ের ছবি. এই দুঃখিনী মা এখন কেমন আছেন?!) 


ঘটনার পরপরই ভবন থেকে নির্মাণশ্রমিকের দলটি পালিয়ে যায়। ভবন মালিককে আটকের চেষ্টা চলছে।

আজ ৯ ফেব্রুয়ারির খবর অনুযায়ী ভবনের মালিক লুৎফুর রহমান বাবু জামিনে মুক্ত আছেন!! 
একটি শিশু মারা গেল, অন্য আরেকটি শিশু পঙ্গু হয়ে গেল যথাযথ সতর্কতাঅবলম্বন না করায় এবং সেই লোক এখন মুক্ত! 

জনাব বাবু সব ধরনের সহায়তা করবেন বলে জানালেও মাত্র ৫৫০০ টাকা দিয়েছেন এবং এখন দেখাও করছেন না রিকশাচালক রুস্তম (মারুফের নানার) এর সাথে। 
একটি ফুটফুটে শিশুর মুল্য ৫৫০০ টাকা! রিপোর্টারকে জানানো হচ্ছে এটি ছিল একটি দুর্ঘটনা এবং তা মিটমাট হয়ে গেছে! 

মারুফের এখন টাকার প্রয়োজন। 
“I cannot work since the accident. I have to buy injections and medicines everyday. But I have no money,” said Rustom.
Maruf now lives on liquid.
The duty doctor at DMCH said the child needs to undergo a critical surgical operation.
Most of his body parts became paralysed, he said, adding,they cannot say if the six-year-old will get back to normal.

শিশু মারুফ এর বাবাকে হারায় জন্মের আগেই। মাকে বিয়ে দেয়া হয় অন্যত্র। তারপর থেকেই সে থাকত তার নানা নানীর সাথে। বাবা মা হারা শিশুটির এই পরিণতি! 



গত ২৪ জানুয়ারির পর আর কোন পত্রিকা মারুফের খবর নিয়েছে বলে মনে হয় না। ডেইলি স্টার খবরটা নেয়ায় আমরা জানতে পারলাম এই করুণ অবস্থার কথা!  কত মারুফ আমাদের চোখের আড়ালে জল ফেলতে থাকে...

যেই দেশে সিস্টেমের অংশ হয় ক্রসফায়ার ,যেই দেশে ধনীরা কুকুর না পুষেপত্রিকা পুষে সেই দেশে মারুফের পরিবার অসহায় হবেই! (কে জানে পত্রিকায় এই খবর আসার পর এখন তার বৃদ্ধ নানা নানী হুমকির শিকার হচ্ছেন কীনা! ) 

খবরটি পড়েই খুব এলোমেলো হয়ে গেলাম। কেমন যেন রাগ করতেও ভুলে যাচ্ছি। কার উপর রাগব? কেন রাগব? এটাই তো সিস্টেম? এটাই তো মারুফদের নিয়তি! আপনার আমার নিয়তি হয়ত কিছু সময়ের জন্য মন খারাপ করা! 

(ছবি প্রথম আলো ও ডেইলি স্টার )

3 comments:

S said...

I need your help to feel alive, I’m feeling weak and I’ve no strength to fight! I’m feeling weak and I’ve no strength to speak the truth that is within me. Allah I need your help, I believe in you! Allah, forgive me and bless me with your mercy …

শফকত মোর্শেদ said...

মনটা ভিষন খারাপ হয়ে গেলো এই খবরটা পড়ে। কোনভাবে কোন একাঊন্টে টাকা পাঠিয়ে কি সাহা্য্য করতে পারি আমরা?

শফকত মোর্শেদ said...

can we help this poor child by sending money in any account?