টিউশনি করানোটা শুধু হাত খরচ এর ব্যাপার না! এইটা একটা প্রেস্টিজ এর ও ব্যাপার!
বুয়েটিয়ান হয়ে যদি টিউশনি নিয়ে কিছু না লিখি তাহলে মান থাকবে?!
ছেলেরা পড়ায় হয় ছাত্র অথবা স্টুডেন্ট

আমার ভাগ্য ভাল আমি বেশির ভাগই স্টুডেন্ট পড়িয়েছি

বন্ধুদের কাছে বুক ফুলিয়ে গর্ব করতাম আমার সবই স্টুডেন্ট


তাই প্রায়ই আমাকে বলত
""ভালা হোক খারাপ হোক একটি স্টুডেন্ট ই যথেষ্ট !!
তোর আর স্টুডেন্ট এর দরকার নাই! আমাগো দে

এই কারণেই তো বলি আমরা কেন স্টুডেন্ট পাই না!! সব বাপ্পি ই নিয়া গেছে!""
আপাতত আমার বর্তমান ছাত্রের দুইটা মজার ঘটনার কথা বলি । পরে আমার স্টুডেন্ট দের কথা লিখব

আমার ছাত্র (আফসুস! আপাতত স্টুডেন্ট নাই

বাংলাতেও ভাল না । ইংরেজিতে ও না

ইংরেজিতে যাও একটু আছে । বাংলা, না পারে ঠিক মত পড়তে,না পারে লিখতে

আর্টিকলটি ফ্লোরেন্স নাইটিংগেলকে নিয়ে লিখা । তিনি একজন সেবাব্রতী মহিলা ছিলেন । ক্রিমিয়ার যুদ্ধে
ইংল্যান্ডের সৈন্যদের জন্য প্রচুর পরিশ্রম করেছিলেন । এম্নিতেও সারা জীবন মানুষের সেবা করে গেছেন ।
আমার ছাত্র কালে-ভদ্রে এক দু দিন পড়া শেষ করে । সেই দিন অবশ্য লিখেছিল । (না লিখলেই বোধহয় ভাল হত!! )
ওর ভয়াবহ অনুবাদ পড়লে আপনি হার্ট এটাক ও করতে পারেন

আমি কিভাবে কিভাবে যেন হার্ট এটাক থেকে বেঁচে অনুবাদের মাঝা মাঝি পৌছুলাম । সেখানে একটি লাইনে চোখ আটকে গেল ।
She studied in weapon smuggling!
(ফ্লোরেন্স নাইটিংগেল অস্ত্রো পাচারের উপর পড়াশোনা করেছিলেন !!!)
আসলে অস্ত্রপচার লিখা ছিল সে ভেবে নিয়েছে অস্ত্রপাচার ! ডিকশনারী ঘেঁটে তার অনুবাদ ও বের করেছে weapon smuggling!!
এখানেই শেষ নয় । আমি যখন জিজ্ঞেস করলাম "তোমার মাথায় আসল না যে এইটা সম্ভব না । একজন নারী হয়ে কিভাবে তিনি এই কাজ করবেন?"
ও বলল "স্যার! আমি অনেক বুদ্ধি খাটিয়ে এটা বের করেছি !"

আমি ভাবছিলাম এতক্ষণেও যখন হার্ট এটাক করি নি যখন শুনেই দেখি কি বলে "আচ্ছা!!!কি বুদ্ধি?"
"ওটা ছিল যুদ্ধের সময় । তখন অস্ত্রের খুব দরকার । আর তিনি নার্স ছিলেন । আমি ভেবেছি তিনি যুদ্ধের ময়দানে
নার্স সেজে অস্ত্র পাচার করে তার দেশের জন্য কাজ করছিলেন। একে তিনি মেয়ে, তার উপর আবার নার্স, তাই তাকে কেউ সন্দেহ ও করবে না যে তিনি ওয়েপন স্মাগ্লিং করছেন

আর এক দিন আমি স্টিভ জবসের জীবনী বলছিলাম । যে তিনি শূণ্য থেকে শুরু করে বিলিওনিয়ার হয়েছেন
।
কথা প্রসংগে বলেছিলাম , তিনি খুব ই খুব ই ভাল প্রেজেন্টেশন করেন । আমার লক্ষ্য ছিল ওকে বুঝানো পরিশ্রম করলেই ও অনেক কিছু হতে পারবে। বুঝানো শেষ । এর পর বললাম কি শিখলা?
স্টিভ জবস এর প্রেজেন্টেশন খুব ই খুব ই ভাল
!!!
*ছবিটার ক্যাপশনটার দিকে ভাল করে খেয়াল করুন
* বুয়েটের মাথা ভাল ছাত্রদের কেন প্রেম হয় না
?
সবাই বলে আমার নাকি মাথা ভাল, অংকে ঠিক
তবু তোমার সব কিছুই দুর্বোধ্য সাংকেতিক !

কথা প্রসংগে বলেছিলাম , তিনি খুব ই খুব ই ভাল প্রেজেন্টেশন করেন । আমার লক্ষ্য ছিল ওকে বুঝানো পরিশ্রম করলেই ও অনেক কিছু হতে পারবে। বুঝানো শেষ । এর পর বললাম কি শিখলা?
স্টিভ জবস এর প্রেজেন্টেশন খুব ই খুব ই ভাল

*ছবিটার ক্যাপশনটার দিকে ভাল করে খেয়াল করুন

* বুয়েটের মাথা ভাল ছাত্রদের কেন প্রেম হয় না

সবাই বলে আমার নাকি মাথা ভাল, অংকে ঠিক
তবু তোমার সব কিছুই দুর্বোধ্য সাংকেতিক !
3 comments:
হাহা! হায় টিউশনি! হায় কাহিনী!
আপনেও কুরতেন নাকি? ;)
ভাই আপনি মহান...কদমবুচি করমু
Post a Comment