Thursday, September 30, 2010

এক হাতে তালি বাজে না [সঙবাদ অনুবাদ ২]


মাননীয় প্রধানমন্ত্রী, এই দুই পয়সার বোহেমিয়ান এর লেখা আপনার কানে যাবে না, চোখে পড়বে না। তবুও লিখে রাখা। আমি বা আমরা যারা জাতির পিতা কিংবা স্বাধীনতার ঘোষকের  সন্তান/বংশধর নই, আমাদের কথা বলতে চাচ্ছিলাম। সেই আমাদের কথা, যারা বাদুড় ঝোলা হয়ে বাসে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকি, (আমাদের ল্যাব শেষ হয়ে যায়, ইন্টারভিউ মিস হয়ে যায়), সেই আমাদের কথা যারা প্রতিনিয়ত উচ্চমূল্যে ভেজাল খেয়ে যাচ্ছি লোডশেডিং এর নোংরা অন্ধকারে, সেই আমাদের কথা, যাদের স্বপ্ন আশা আকাঙ্খার আকাশ নীচে নামতে নামতে মাটির সাথে মিশে গেছে। 

Wednesday, September 8, 2010

জ্যোতির্ময় ফটোগ্রাফি

যে ছবিটির দিকে তাকিয়ে আছি। সেটি হচ্ছে এক নারীর। শরীরে কোন কাপড় নাই, এই তথ্যটাও দিয়ে রাখি। কিন্তু কাপড় না থাকলেও সব কিছুই যে দেখা যাচ্ছে তাও না! ফাজিল ফটোগ্রাফার আলো ছায়া নামক সৃজনশীলতায় অস্পষ্ট করে রেখেছেন। অনেকক্ষণ ধরেই এই একটা ছবির দিকে তাকিয়ে আছি। মেয়েটির বুকে যেন কী আছে! কী যেন সে বলতে চায়! কিন্তু জায়গায় জায়গায় অন্ধকার এসে সবকিছুকেই 'না বলা কথা' বানিয়ে দিয়েছে! আমাকে সবটা দেখতে দিচ্ছে না বেরসিক অন্ধকার!