Friday, October 22, 2010

[ সঙবাদ বিশ্লেষণ ১] প্রেমিকা নাকি তরুণী নাকি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন?

আমাদের মিডিয়া সংবাদ উপস্থাপনে কতটা সতর্ক? তাঁরা সংবাদ উপস্থাপন করার সময় কতটুকু সচেতন থাকেন? এবং যে সব তথ্য তাঁরা প্রকাশ করেন তা কতটুকু সঠিক? 
গতকাল চট্রগ্রামে এক তরুণী খুন হয়েছেন। সেই খুনের খবর আমাদের দেশের বিশ্বাসযোগ্য, সচেতন গণমাধ্যম কীভাবে উপস্থাপন করেছে তা নিয়েই মূলত এই লেখা। 

Wednesday, October 20, 2010

ইউনিভার্সিটি জীবনের শেষ দূর্গাপূজা,২০১০

গত শনিবার আমরা ১০ বন্ধু বের হয়েছিলাম মন্ডপ দেখতে। আমি ,শম্পা,সামিরা,প্লাবন,পারসিয়া,অন্বিকা,সিহাম,শিমন,ফাহাদ এবং মুনিয়া ...শেষ বর্ষের শেষ টার্মের শেষ পূজা! 
ঢাকেশ্বরী মন্দির থেকে জগন্নাথ হল, সেখান থেকে শাঁখারী বাজার, সবশেষে নিরবে লাঞ্চ করে অসাধারণ বর্ণাঢ্য দিনের সমাপ্তি!
আমাদের ফটোওয়াকে প্রায় সবাইই ধুমায়া ফটোগ্রাফি করছে। ফাহাদের ঢাঊস DSLR ছিলো, আমাদের বাকিদের পয়েন্ট এন্ড শ্যুট!