Thursday, December 23, 2010

না বদলানোর শপথ!

কাল বুয়েট যাচ্ছিলাম। নীলক্ষেত থেকে বুয়েট হেঁটেই যাই। কারণ অযথা বেশি টাকা দিবো ক্যান?! প্লাস হাঁটতে সেই রকম ভালো লাগে আমার!
(নিজের ব্যাপারে বলি বাপ্পি দুনিয়ায় একটা কাজই ভালো পারে, সেটা হচ্ছে হাঁটাহাঁটি!)
যাবার পথের রাস্তাটায় ভাত বিক্রি করে কিছু মহিলা। রিকশাওয়ালা/ভ্যানওয়ালারা সেখানে খায়। খিচুড়িও থাকে দেখেছি। একদিন অন্তত খেয়ে দেখার ইচ্ছে আছে! (বাঙালির একদিনের পান্তার মত!) তো কাল যাবার সময় দেখলাম কয়েকজন মিলে একসাথে ভাত খাচ্ছে।

Friday, November 19, 2010

জ্যোতির্ময় ইভটিজার! (জ্যোতি-৫)

আমি আর জ্যোতি বসে ড্রইংরুমে বসে আম্মুর করা পাস্তা খাচ্ছিলাম।
জ্যোতি বলল "তোকে আমি কেন বিয়ে করব জানিস? আন্টির এই পাস্তার জন্য! আন্টির কিছু গুণ তো তুই পাবি! বিয়ের পর তুই আমাকে রান্না করে পাস্তা খাওয়াবি!"
আপনি যদি আগে থেকে কিছু না জেনে থাকেন তবে ভাবছেন জ্যোতি একটা ছেলে আর আমি মেয়ে?! ভুল!  জ্যোতি আমার রূপবতী অহংকারী স্বঘোষিত গার্লফ্রেন্ড! ওর কথার ধরনই এমন!

Friday, October 22, 2010

[ সঙবাদ বিশ্লেষণ ১] প্রেমিকা নাকি তরুণী নাকি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন?

আমাদের মিডিয়া সংবাদ উপস্থাপনে কতটা সতর্ক? তাঁরা সংবাদ উপস্থাপন করার সময় কতটুকু সচেতন থাকেন? এবং যে সব তথ্য তাঁরা প্রকাশ করেন তা কতটুকু সঠিক? 
গতকাল চট্রগ্রামে এক তরুণী খুন হয়েছেন। সেই খুনের খবর আমাদের দেশের বিশ্বাসযোগ্য, সচেতন গণমাধ্যম কীভাবে উপস্থাপন করেছে তা নিয়েই মূলত এই লেখা। 

Wednesday, October 20, 2010

ইউনিভার্সিটি জীবনের শেষ দূর্গাপূজা,২০১০

গত শনিবার আমরা ১০ বন্ধু বের হয়েছিলাম মন্ডপ দেখতে। আমি ,শম্পা,সামিরা,প্লাবন,পারসিয়া,অন্বিকা,সিহাম,শিমন,ফাহাদ এবং মুনিয়া ...শেষ বর্ষের শেষ টার্মের শেষ পূজা! 
ঢাকেশ্বরী মন্দির থেকে জগন্নাথ হল, সেখান থেকে শাঁখারী বাজার, সবশেষে নিরবে লাঞ্চ করে অসাধারণ বর্ণাঢ্য দিনের সমাপ্তি!
আমাদের ফটোওয়াকে প্রায় সবাইই ধুমায়া ফটোগ্রাফি করছে। ফাহাদের ঢাঊস DSLR ছিলো, আমাদের বাকিদের পয়েন্ট এন্ড শ্যুট!

Thursday, September 30, 2010

এক হাতে তালি বাজে না [সঙবাদ অনুবাদ ২]


মাননীয় প্রধানমন্ত্রী, এই দুই পয়সার বোহেমিয়ান এর লেখা আপনার কানে যাবে না, চোখে পড়বে না। তবুও লিখে রাখা। আমি বা আমরা যারা জাতির পিতা কিংবা স্বাধীনতার ঘোষকের  সন্তান/বংশধর নই, আমাদের কথা বলতে চাচ্ছিলাম। সেই আমাদের কথা, যারা বাদুড় ঝোলা হয়ে বাসে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকি, (আমাদের ল্যাব শেষ হয়ে যায়, ইন্টারভিউ মিস হয়ে যায়), সেই আমাদের কথা যারা প্রতিনিয়ত উচ্চমূল্যে ভেজাল খেয়ে যাচ্ছি লোডশেডিং এর নোংরা অন্ধকারে, সেই আমাদের কথা, যাদের স্বপ্ন আশা আকাঙ্খার আকাশ নীচে নামতে নামতে মাটির সাথে মিশে গেছে। 

Wednesday, September 8, 2010

জ্যোতির্ময় ফটোগ্রাফি

যে ছবিটির দিকে তাকিয়ে আছি। সেটি হচ্ছে এক নারীর। শরীরে কোন কাপড় নাই, এই তথ্যটাও দিয়ে রাখি। কিন্তু কাপড় না থাকলেও সব কিছুই যে দেখা যাচ্ছে তাও না! ফাজিল ফটোগ্রাফার আলো ছায়া নামক সৃজনশীলতায় অস্পষ্ট করে রেখেছেন। অনেকক্ষণ ধরেই এই একটা ছবির দিকে তাকিয়ে আছি। মেয়েটির বুকে যেন কী আছে! কী যেন সে বলতে চায়! কিন্তু জায়গায় জায়গায় অন্ধকার এসে সবকিছুকেই 'না বলা কথা' বানিয়ে দিয়েছে! আমাকে সবটা দেখতে দিচ্ছে না বেরসিক অন্ধকার!

Sunday, August 15, 2010

খালেদা জিয়ার 10শন

(গল্পটি ২০০৮ এর মে মাসে লেখা হয়েছিলো। তখন মইন ইউ ক্ষমতায় ছিলেন, তারেক রহমান কারাগারে, খালেদা জিয়া নজরবন্দী/বন্দী। )

আমি জ্বিনি ! তবে ভাই বাংলাদেশি জ্বিনি । দেশপ্রেমিক জ্বিনি! আমার সাথে থাকে আমারsdeki camচামচ মিনি! oখালেদা cম্যাডাম জেলে এইটা শোনার পর থেকেই আমার মন খারাপ! আমি এই কয়দিন (মানে মানবীয় হিসেবে ২ বছর ) দেশে ছিলাম না ! এই কয়দিনেই এত কাণ্ড! ম্যাডামকে তখন ই ছাড়িয়ে আনার ইচ্ছে জাগল! কিন্তু মানবতার খাতিরে ছাড়িয়ে আনলে পরে জ্বিনবতা রক্ষার লোকেরা আমাকে ধরে...!! জ্বিনরা মানুষদের মাঝে নাক গলান পছন্দ করে না!

Thursday, July 15, 2010

সঙবাদ অনুবাদ : All Animals are Equal but some animals are more equal than others


সাংসদদের বিরুদ্ধে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। পুলিশ কর্মকর্তাদের এ ধরনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, কাজ করতে গেলে যে কারোরই ভুল-ত্রুটি হতে পারে।
>>কত্ত বড় অবিচার! সাংসদদের বিরুদ্ধে মামলা?! ৫/১০ কোটি টাকার নির্বাচনী ব্যয় (সরকারী হিসেবে যদিও ৫ লক্ষ টাকা ) সুদে আসলে তোলার সময় কিছু ভুলচুক হতেই পারে! তাই বলে মামলা করতে হবে? এই দেশের মানুষ, এই দেশের পুলিশ এরা এত অবিবেচক! এক পুলিশ অফিসারকে না হয় এক সাংসদ চড় থাপ্পড়ই মেরেছে! একজন সাংসদ মুরুব্বি মানুষ, মুরুব্বি হিসেবে কি দুই একটা চড় থাপ্পড় মারার অধিকার নাই?! এভাবে দুম করে মামলা করতে হবে?!! তবে ভয়ের কারণ নাই পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে মামলা হলেও গত শনিবার পর্যন্ত তদন্তই শুরু হয়নি।

Monday, July 12, 2010

তোমাকে, অনিন্দিতা

অনিন্দিতা, আমি তোমাকে কীভাবে কথাটি বলব আমি বুঝতে পারছি না। তোমাকে যে কোন কথা বলার সময়ই আমি আটকে যাই। মনে পড়ে সেই
অসম্ভব সুন্দর নীল আকাশের সকালটিতে? ক্লাস ছিলো না সে দিন। আকাশের চেয়ে সুন্দর আর কী আছে আমি জানতাম না, অন্তত তোমাকে দেখার আগ পর্যন্ত! আকাশের নানা রঙ দেখে আমি আকাশের প্রেমে পড়তাম, প্রতিদিন। তোমাকে দেখার পরও এমনটিই ঘটল! প্রতিদিন তোমার প্রেমে পড়ি, প্রতিক্ষণ! তোমাকে কিছু বলার কথা চিন্তা করলেই এলোমেলো হয়ে যাই! এক কথা থেকে অন্য কথায় চলে যাই! বিয়ের ৩ মাস পরও বদলাই নি আমি এতটুকু।
এমনকি আজও না!

Wednesday, July 7, 2010

শেখ হামদু জিয়ার উপদেষ্টা পরিষদ

এই লেখার প্রতিটি চরিত্র, স্থান, নাম , প্রতিষ্ঠান , তথ্য-পরিসংখ্যান সব কিছুই কাল্পনিক/মন গড়া । বাস্তবের সাথে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র।


'অন্যরাজ্যে'র রাজা শেখ হামদু জিয়ার বেশ বড়সড় উপদেষ্টা পরিষদ আছে। 'অন্যরাজ্য' শাসন এর জন্য এই বুদ্ধিজীবী শ্রেণীর উপর রাজাকে নির্ভর করতে হয়। উপদেষ্টাদের মধ্যে নানা মতপার্থক্য আছে, নানা দল আছে। লাল,নীল,বেগুনী ...।

Monday, July 5, 2010

স্বপন পারের ডাক শুনেছি


মিরপুর ,কাফরুল , ধানমন্ডি , মোহাম্মদপুর,আজিমপুর,পরিবাগের কিছু বাসায় গত শুক্রবার ভোর একটু আগেই হয়েছিলো! খুব সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় পরে, ক্যামেরা/ব্যাগ গুছিয়ে তারা অপেক্ষা করছিলো কিছু তরুণ! নীলচে রঙের মাইক্রোবাসে করে তারা আজ যাবে কোথাও!
কোথায় বেড়াতে?
ছুটি কাটাতে?
বনভোজনে?

Sunday, May 2, 2010

ক্ষণগল্প (১-৪)

দিয়াশলাই পড়ার পর অণুগল্পের প্রতি আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ । এই পোস্টের ৪ টি অণুগল্পের সবগুলোই ৪২০ অক্ষরের মধ্যে । শব্দ নয়, অক্ষর! গল্পগুলো লেখা শুরু করেছিলাম ফেইসবুকে স্ট্যাটাস হিসেবে দিতে গিয়ে। ( স্ট্যাটাসে অক্ষরসীমা ৪২০ !) খুব কম সময়ে পড়া যায় বলে ডাকছি ক্ষণগল্প নামে । 

Sunday, April 25, 2010

মুভিতা ১ : অ্যাকশন মুভিতে নারীরা

জেমস বন্ড ,জেসন বর্ন, ইথান হান্ট (মিশন ইম্পসিবল),নিও (ম্যাট্রিক্স), ইণ্ডিয়ানা জোন্স ...বিশাল লিস্ট!এ ছাড়া বাডি ফিল্মগুলো ধরলে (সাংহাই সিরিজ, রাশ আওয়ার,ব্যাড বয়েজ... )নন্দিত, জনপ্রিয়, ব্যবসা সফল প্রচুর পুরুষ অ্যাকশন চরিত্র আছে । অন্যদিকে নারী অ্যাকশন চরিত্রগুলোর কথা বলি ...পরীক্ষার হলের মত অবস্থা হয়, কিছুই মনে পড়ে না ।

Tuesday, April 13, 2010

জ্যোতির্ময় রিভিউ

আমার গার্লফ্রেণ্ড জ্যোতি ও লেখা লেখি করে । ওর লেখার হাত ভাল কি খারাপ সেটা আমি জানি না! কারণ ওর লেখা আমার পক্ষে পড়া সম্ভব না! ভাবছেন খারাপ বলে কিনা? নাহ! ওর লেখা সম্ভবত ভাল। কিন্তু ও লেখে ইংরেজিতে । আমার ইংরেজি দুর্বল বলে আমি ওর লেখা পড়তে পারি না । ওর লেখা সম্ভবত ভাল এই কারণে বললাম যে ওর লেখায় প্রচুর কমেণ্ট থাকে। দুর্বোধ্য লেখা, দুর্বোধ্য কমেন্ট! (আমি অবশ্য কমেণ্ট ও বুঝি না!) এমন আজাইরা লেখাও মানুষ পড়ে! 

Thursday, April 1, 2010

স্বপ্নের সাথে হাঁটা, স্বপ্নের জন্য হাঁটা

হাঁটাহাঁটি আমার সেই রকম প্রিয় ।
হাঁটতে হাঁটতেই স্বপ্নের সাথে হাঁটা স্বপ্নের জন্য হাঁটা,কথাটা পেয়েছিলাম ,(হায়রে চন্দ্রবিন্দু! এত জালায়! লিখতে অনেক কষ্ট হয়, চন্দ্রবিন্দু না থাকলে ভূতরা আত্মহত্যা করত হয়তবা কিন্তু আমাগো তো ব্রাট সুবিধা হইত! শফিক রেহমান তো খুশিতে একখান লাল গোলাপ নিয়া... ) ।

Wednesday, March 24, 2010

জল রঙ স্বপ্ন ও একটি ফড়িং

"মা এর থেকে মামা কেন বেশি ভালো বল্ তো?" মামা জিজ্ঞেস করে ।

"কারণ মা এ একটা মা, মামায় দুইটা মা!" নাইশা বলে ওঠে ।

Monday, March 22, 2010

রিভিউ - "গ্রহচারী" সায়েন্স ফিকশান সংকলন

উপভোগ্য সায়েন্স ফিকশান গল্পের বেশ গুরুত্বপূর্ণ একটি দিক হলো গল্পগুলো শুধু গল্প হয়ে ওঠে না ,ভবিষ্যত নিয়ে লেখকের ভাবনা, স্বপ্ন, ভয় এর টুকরো টুকরো ছবি হয়ে ওঠে, যান্ত্রিকতা মানবিকতার সংঘর্ষ নিয়ে গাল্পিকের ভাবনার স্পষ্ট স্বাক্ষর হয়ে ওঠে , বিজ্ঞান এর প্রয়োগসীমা ,ব্যবহার সীমা নিয়ে লেখকের দার্শনিক অবস্থানের সাক্ষী হয়ে ওঠে  । 

Monday, March 15, 2010

3 IDIOTS রিভিউ [ Spoiler Alert !! সামলে পড়ুন! ]

থ্রি ইডিয়টস যেই বইটি অবলম্বনে তার নাম হচ্ছে ফাইভ পয়েন্ট সামওয়ান ।বইটি পড়েছিলাম প্রায় এক বছর আগে। আমাদের টার্ম ফাইনাল চলাকালীন সময়ে! আমি দেখতে চেয়েছিলাম আমাদের বুয়েটের সাথে ভারতের আইআইটিগুলার দূরত্ব কেমন । 

একটি বিচার কার্য এবং একজন ফেইসবুক ডেবড্যুড

মরে যে এমন ধরাটা খেয়ে যাবে তা কামরুল বোঝে নাই । এখন সে সব টের পাচ্ছে! তাকে বসিয়ে রাখা হয়েছে বেশ শক্ত মত একটা টুল জাতীয় কিছুর উপর । কামরুল এর ঠিক বিপরীত এ বসে আছে লম্বা চওড়া কয়েকজন দেবদূত । একজন ক্লিন শেভড, বাকি সবার দাঁড়ি আছে ।

আলো হাতে অস্ত্রোপচার

বুয়েটে পড়ে যে টিউশনি করে সে !! 
টিউশনি করানোটা শুধু হাত খরচ এর ব্যাপার না! এইটা একটা প্রেস্টিজ এর ও ব্যাপার! 
বুয়েটিয়ান হয়ে যদি টিউশনি নিয়ে কিছু না লিখি তাহলে মান থাকবে?! 
ছেলেরা পড়ায় হয় ছাত্র অথবা স্টুডেন্ট ;)


প্রাইভেট টিউটরদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য!

যাদের বাসায় টিউশনিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আসে , সেই সব অভিভাবকগণ অবশ্যই এই সব কর্তব্য এবং দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন!! 
১। নিয়মিত খাবার খেতে দিতে হবে! মনে রাখবেন যেই ছেলেটি আপনার সন্তানকে পড়াতে আসে , সেও একজন ছাত্র! তার পকেট সব সময় ভরা থাকে না, আড্ডা বাজি/পড়াশোনা/ডেটিং

Wednesday, February 10, 2010

জ্যোতির্ময় বয়ফ্রেণ্ড [এক রূপবতীর সাথে ডেটিং...! ]

জ্যোতি কে নিয়ে ভালই টেনশনে আছি । 
প্রায় প্রতিদিনই আমাদের বাসায় আসছে ।
এসেই আমার রুমে ঢুকে যাচ্ছে, আর আমাকে জ্বালিয়ে মারছে।
ও এমন ডিস্টার্বই করছে,যে ওকে আমি ঘুমের মধ্যে দেখা শুরু করেছি!


অ্যালগোরিদম-ই ভালবাসা, অ্যালগোরিদমেই ভালবাসা !

বন্দী থাকলে মন মুক্ত হতে চায়! জেলে বসে "ফেরদৌস শাকিল রাজু" তা ভালই টের পাচ্ছে । সারা জীবন কম্পিউটার এর সামনে বসেই কাটিয়েছে সে। এখন জেলে এসে তার ইচ্ছে করছে বাইরে যেতে !এটি তার দ্বিতীয় কারাবাস । ছাত্র থাকাবস্থায় হ্যাকিং এর কারণে প্রথমবার জেলে ছিল কিছুদিন, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও হয়েছিল ।

পাঠ প্রতিক্রিয়া : "কাঠের সেনাপতি"


ভিন্ন ভিন্ন স্বাদের ৬ টি গল্প নিয়ে কাঠের সেনাপতি । লেখক তারেক নূরুল হাসান । গল্পগুলো ১৯৯৭ থেকে ২০১০ এর জানুয়ারি বিভিন্ন সময়ে রচিত ।
চমৎকার প্রচ্ছদটি করেছেন নজরুল ইসলাম ।