উপভোগ্যসায়েন্স ফিকশান গল্পের বেশ গুরুত্বপূর্ণ একটি দিক হলো গল্পগুলো শুধু গল্প হয়ে ওঠে না ,ভবিষ্যত নিয়ে লেখকের ভাবনা, স্বপ্ন, ভয় এর টুকরো টুকরো ছবি হয়ে ওঠে, যান্ত্রিকতা মানবিকতার সংঘর্ষ নিয়ে গাল্পিকের ভাবনার স্পষ্ট স্বাক্ষর হয়ে ওঠে , বিজ্ঞান এর প্রয়োগসীমা ,ব্যবহার সীমা নিয়ে লেখকের দার্শনিক অবস্থানের সাক্ষী হয়ে ওঠে ।
থ্রি ইডিয়টস যেই বইটি অবলম্বনে তার নাম হচ্ছে ফাইভ পয়েন্ট সামওয়ান ।বইটি পড়েছিলাম প্রায় এক বছর আগে। আমাদের টার্ম ফাইনাল চলাকালীন সময়ে! আমি দেখতে চেয়েছিলাম আমাদের বুয়েটের সাথে ভারতের আইআইটিগুলার দূরত্ব কেমন ।
মরে যে এমন ধরাটা খেয়ে যাবে তা কামরুল বোঝে নাই । এখন সে সব টের পাচ্ছে! তাকে বসিয়ে রাখা হয়েছে বেশ শক্ত মত একটা টুল জাতীয় কিছুর উপর । কামরুল এর ঠিক বিপরীত এ বসে আছে লম্বা চওড়া কয়েকজন দেবদূত । একজন ক্লিন শেভড, বাকি সবার দাঁড়ি আছে ।
বুয়েটে পড়ে যে টিউশনি করে সে !! টিউশনি করানোটা শুধু হাত খরচ এর ব্যাপার না! এইটা একটা প্রেস্টিজ এর ও ব্যাপার! বুয়েটিয়ান হয়ে যদি টিউশনি নিয়ে কিছু না লিখি তাহলে মান থাকবে?! ছেলেরা পড়ায় হয় ছাত্র অথবা স্টুডেন্ট!
যাদের বাসায় টিউশনিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আসে , সেই সব অভিভাবকগণ অবশ্যই এই সব কর্তব্য এবং দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন!! ১। নিয়মিত খাবার খেতে দিতে হবে! মনে রাখবেন যেই ছেলেটি আপনার সন্তানকে পড়াতে আসে , সেও একজনছাত্র!তার পকেট সব সময় ভরা থাকে না, আড্ডা বাজি/পড়াশোনা/ডেটিং