করতে পার আমায় বিয়ে
নাম হবে না বদলাতে !
এই দেখ করছি প্রমিজ
হারব আমি ঝগড়াতে!
#২
মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে
ভালবাসি বলতে চাই !
নৈঃশব্দের কোলাহলে
শব্দ নিয়ে খেলতে চাই!
#৩
চোখ খুলি বা বন্ধ করি
তুমি ই ভেসে আসো!
মেয়ে তুমি আমায় কি
এমনি ভালবাসো?
#৪
রাগ করেছ বলছ আমি
তোমায় নিয়ে ভাবব না?
তুমি ছাড়া লিখা গুলো
গদ্য হবে কাব্য না !
#৫
তোমার আছে
অতল গভীর সব হারানোর সর্বনাশী কাজল চোখ
বন্ধুরা চায়
ঐ দু চোখে নিঁখোজ হবার সংবাদটি সত্যি হোক

#৬
তুমি আমার রোজ সকালের সূর্য হবে?
জোছনা রাতের চাঁদ?
হাঁটবে নাকি আমার সাথে রংধনুর ঐ স্বপ্নপথে
রাখবে হাতে হাত?
3 comments:
অণুকাব্য গুলো চমৎকার। প্রয়োগের উদ্দেশ্যে সঞ্চিত রাখলাম। টাইটেলে ফ্রি এর পাশে তারকা চিহ্ন দেখে ঈষৎ িচন্তিত। শর্ত প্রযোজ্য নয়তো?
হাহা! নাহ ভাই আর কোন রুল নাই! ইচ্ছেমত ব্যবহার করেন! শুধু নিজের নামে ছাপানো/প্রকাশ করা যাবে না :P
Post a Comment